মানুষের নৈতিকতা ও সহানুভূতির সীমা কোথায়- সেই প্রশ্নই যেন আবার উঠে এসেছে বরিশালের বাকেরগঞ্জে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনায়। স্থানীয় একদল বখাটে একটি নিরীহ কুকুরকে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে ও পিটিয়ে হত্যা করে। তাদের সেই বর্বর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথেঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনার ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা প্রকাশ করেছেন মানবিক মানুষরা।
পরে বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা।

ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। অভিযুক্তদের মধ্যে খোকন হাওলাদার নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বাকি অভিযুক্তরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নেয়া হয়েছে।
এসি//