দেশজুড়ে

রাঙামাটিতে ইউপিডিএফ আস্তানায় সেনা অভিযান, একে-৪৭’সহ অস্ত্র উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। চলমান এই অভিযানে এখন পর্যন্ত একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ি এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে, গেলো ২৬ জুলাই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নাড়াইছড়ির পাহাড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন। এরপর থেকেই পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাঙামাটি #বাংলাদেশ সেনাবাহিনী