কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে স্ত্রীকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে স্বামী তার স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনাটি পথচারীদের ভিডিওচিত্রে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। একই সঙ্গে নির্যাতনের শিকার নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও নির্যাতনের শিকার নারী স্বামী–স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লা জেলায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে ওই নারী নির্যাতনের শিকার হচ্ছিলেন। ঘটনার দিনও যৌতুকের দাবিতে স্বামী তাঁকে মারধর করেন। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আই/এ