কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত করা হয়েছে। সংগঠনের নাম ব্যবহার করে সারাদেশে কেউ কোন অপকর্ম করলে এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৭ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে গত কালকের ঘটনা (গুলশানে চাঁদাবাজি) এবং এর আগেও সংগঠনে নামে বেনামে বেশ কিছু অপকর্ম ঘটেছে। এ বিষয়ে সংগঠন যেদিন আত্মপ্রকাশ করে, সেদিন সতর্ক করা হয়েছিল।
রিফাত রশীদ বলেন, কিন্তু পরবর্তীতে কিছু রাজনৈতিক সংগঠনের ছত্র ছায়ায় কিংবা শুরুতে যারা এ সংগঠন করেছিলো তারা অন্য রাজনৈতিক দল গঠন করায় তাদের আশ্রয়ে কিংবা জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের কেউ কেউ বিপথগামী হয়েছেন। এসব অপকর্ম নিয়ন্ত্রণ করা এই মুহুর্তে প্রায় অসম্ভব বিধায় তারা কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য সব কমিটি স্থগিত ঘোষণা করা হল।
তিনি আরও বলেন, সংগঠনে কার্যক্রম পরবর্তীতে কোন উপায়ে পরিচালনা করা হবে সে সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠক করে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন।
আই/এ