জাতীয়

রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব: অর্থ উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোথাও ঘটেনি। কোনো কোনো ব্যাংকের ৮০ শতাংশ অর্থই তুলে নেয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ব্যাংক খাতকে বাঁচাতে ১৮ বিলিয়ন ডলার দরকার, আর বিশ্ব ব্যাংক বলছে এই অঙ্ক ৩৫ বিলিয়ন ডলার।”

তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে। কিন্তু টেকসই সংস্কার করতে হলে রাজনৈতিক সরকারকেই দায়িত্ব নিতে হবে।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #অর্থ উপদেষ্টা