রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বিকৃত দেহাবশেষ ও মানব অঙ্গ সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। এর মধ্যে ১১টি নমুনার ডিএনএ বিশ্লেষণ করে শনাক্ত করা হয় ৫ জনের পরিচয়।
সরকারি সূত্র জানায়, এ পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এছাড়া গুরুতর আহত অবস্থায় এখনও ৫৭ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, দুর্ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ ম্যাচিংয়ের জন্য রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে নমুনা দিতে আহ্বান জানানো হয়। বুধবার (২৩ জুলাই) তথ্য বিবরণীর মাধ্যমে সরকার এই অনুরোধ জানায়।
এদিকে, মাইলস্টোন ট্রাজেডির আহতদের তালিকায় নতুন করে যুক্ত হলো আরও একটি মৃত্যুর খবর। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে মারা যায় মাহতাব উদ্দিন ভূঁইয়া (১৩) নামের এক কিশোর শিক্ষার্থী।
এসি//