দেশজুড়ে

চলন্ত ট্রেনের সঙ্গে বন্যহাতির ধাক্কা

বায়ান্ন প্রতিবেদন

চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় চলন্ত ট্রেনের সঙ্গে বন্যহাতির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটে

বিষয়টি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি যখন চুনতি অভয়ারণ্যের এলিফ্যান্ট ওভারপাস অতিক্রম করার আগে থামে, তখন ট্রেনের সামনে একটি বন্যহাতি দেখা যায়। ট্রেনটি থেমে যাওয়ার পর হাতিটি ধীরে ধীরে ট্রেনের কাছাকাছি চলে আসে এবং একাধিকবার ট্রেনটিকে ধাক্কা দেয়

ট্রেনের যাত্রী রিদওয়ান সাইমুন বলেন, হাতিটি প্রথমে ট্রেনের কাছে আসে, পরে যাত্রীরা বন্যহাতি দেখে চেঁচামেচি শুরু করলে হাতিটি আরও কাছাকাছি চলে আসে।কিছু সময় পর ট্রেনটি ধীর গতিতে চলতে শুরু করে এবং ঘটনাস্থল ত্যাগ করে

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর রেললাইনের পাশে থাকা ব্যারিয়ারের ভেতর থেকে বন্যহাতি ট্রেনের সঙ্গে একাধিকবার ধাক্কা দেয়। তবে হাতিটি আহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ সময় রেললাইনে আরও কয়েকটি হাতি ছিল

গাজী বাহার উদ্দিন জানান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের অফিসের উত্তর পাশের রেললাইনে হাতির পায়ের চিহ্ন পাওয়া গেছে। তবে এ ঘটনার বিস্তারিত নিশ্চিত করতে পরবর্তী সময়ে আরও পরিদর্শন করা হবে

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #ট্রেনের সঙ্গে বন্যহাতির ধাক্কা