উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় বিচারহীনতা, অবহেলা এবং কর্তৃপক্ষের দমননীতির প্রতিবাদে সিরাজগঞ্জে রাস্তায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ জুলাই) ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
বেলা ১২টার দিকে ইলিয়ট ব্রিজ এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। দায়িত্বজ্ঞানহীনতা ও নীরবতার বিচার চাই, ছাত্রের জীবনের মূল্য আছে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিক্ষা অফিস চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, “এটা কোনো দুর্ঘটনা নয়, এটা অবহেলার পরিণাম। দেশের ছাত্রসমাজ এ অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকবে না।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা শুধু চাই—আর কোনো শিক্ষার্থী যেন এমন মৃত্যুর শিকার না হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ শাখার সিনিয়র মুখ্য সমন্বয়ক সেজান সরদার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। একটি প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা কেবল চরম অবহেলাকেই প্রমাণ করে। আমরা বিচার চাই, আমরা জবাবদিহিতা চাই।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের নেতা মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সমাবেশ থেকে বক্তারা ছয় দফা দাবি পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন।
আই/এ