রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর পাঠানো হবে। বলেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আহত শিশুদের চিকিৎসায় কোনো রকম গাফিলতি হবে না। সরকার সব ধরনের সহায়তা দেবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যদি প্রয়োজন হয়, তাহলে তাদের সিঙ্গাপুরেও পাঠানো হতে পারে।
তিনি আরও বলেন, জনবহুল এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ কতটা নিরাপদ, সে বিষয়েও ভাবার সময় এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে হলে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স বিশ্লেষণ করতে হবে। সেখান থেকেই বোঝা যাবে এটি প্রযুক্তিগত ত্রুটি, নাকি দায়িত্বে অবহেলার ফল।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের যুদ্ধবিমান আচমকা মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন।
বিধ্বস্তের সঙ্গে সঙ্গেই ভবনে আগুন ধরে যায়। এ সময় শিক্ষার্থীরা ক্লাসে ছিল। ফলে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরা মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় তা শেষ করেন।
এই মর্মান্তিক ঘটনায় আজ (২২ জুলাই) দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
এমএ//