কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা শিবিরে মা ও তাঁর কন্যাকে অজ্ঞান করে ধর্ষণের ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) সকালে ক্যাম্পের ব্লক-বি এলাকা থেকে তাদের আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটক দুই ব্যক্তির নাম হাবিব উল্লাহ (৫০) ও মো. হাবিব উল্লাহ (১৯)।
এপিবিএনের সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই সকালে ওই মা-মেয়েকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর তারা অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাদের ধর্ষণ করে।
পরদিন সকালে স্থানীয়রা মা-মেয়েকে অচেতন ও অর্ধনগ্ন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে তদন্তে নামে ১৪ এপিবিএনের গোয়েন্দা বিভাগ এবং অভিযুক্তদের শনাক্ত করে আটক করে।
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, জঘন্য এই ঘটনার পরপরই আমরা গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযুক্তদের আটক করেছি। ক্যাম্পে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।’
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় মামলা দায়ের করা হচ্ছে।
এমএ//