জাতীয়

উত্তরায় বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান : আইএসপিআর

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি সাধারণ প্রশিক্ষণ বিমান নয়, বরং একটি যুদ্ধবিমান ছিল। মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

বিবৃতিতে জানানো হয়, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে লেখা হচ্ছে, গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান। সেটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ঘটনার দিন দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছু সময় পরই যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মাত্র ১২ মিনিটের মাথায়, অর্থাৎ ১টা ১৮ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরবর্তীতে জানা যায়, বিমানটি ছিল চীনে তৈরি এফটি-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে এটি দুইতলা ভবনের ওপর ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এ দুর্ঘটনায় প্রাণহানি ক্রমেই বেড়ে চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একজন বিমানচালক এবং একজন স্কুল শিক্ষিকা। বাকি ২৫ জনই শিক্ষার্থী। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী ডা. সায়েদুর রহমান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইলস্টোন #বিমান বিধ্বস্ত #যুদ্ধবিমান #আইএসপিআর