জাতীয়

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা বা ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, “আমি মাত্র খবর পেয়েছি যে উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি যাচাই করছি।”

এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে আমরা সংবাদ পাই যে একটি বিমান মাইলস্টোন কলেজের কাছে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট পথে রয়েছে। আপাতত এ ছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুদ্ধবিমান