দেশজুড়ে

খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে খাদ্য বিষক্রিয়ায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর নাম বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪)। তারা স্থানীয় তাঁত শ্রমিক নুরুল হকের ছেলে-মেয়ে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঠাল ও মুড়ি খাওয়ার কিছুক্ষণ পরেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে দুই শিশু। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও অবস্থার অবনতি হলে দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নিচিকিৎসকরা তখনই শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ