জাতীয়

গোপালগঞ্জে পরিস্থিতির এত অবনতি হবে সে তথ্য ছিলো না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল। তবে এত বেশি হবে সেটা হয়তো ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে। যারা হামলা চালিয়েছে, অন্যায় করেছে তাদের ছাড় দেওয়া হবে না।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ধরে রাখতে পারেনি এ বিষয়ে উপদেষ্টা বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। এক্ষেত্রে সরকারের বলার কিছু নেই।

প্রসঙ্গত, গতকাল গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্র উপদেষ্টা