দেশজুড়ে

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে তৈরি হওয়া সহিংস সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— গোপালগঞ্জ শহরের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও  টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন।

তিনি বলেন, আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে।

এর আগে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তৈরি হওয়া সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করা হয়। এ দিন বিকেলে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গোপালগঞ্জে আজ রাত ৮টা হতে পরবর্তী দিন বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #হামলা #এনসিপি