দেশজুড়ে

গোপালগঞ্জে কারফিউ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের সমাবেশ ও পদযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হামলায় সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়। বার্তায় বলা হয়,রাত আজ বুধবার (১৬ জুলাই) ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এর আগে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তৈরি হওয়া সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করা হয়। এদিন বিকেলে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গোপালগঞ্জে আজ রাত ৮টা হতে পরবর্তী দিন বিকেল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এনসিপি #গোপালগঞ্জ #আওয়ামী লীগ