বিনোদন

‘সত্য কখনো হার মানে না’ দিয়ে কি বোঝালেন নুসরাত ফারিয়া !

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং বোল্ড অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমার পাশাপাশি নিজের ছবি সামাজিক যোগাযোগে পোস্ট করেও সকলের নজরে চলে আসে। তার পোস্ট করা ছবি এবং ফ্যাশন স্টাইল নিয়ে আলোচনা চলতেই থাকে। 

ফলে অনেকেই তাকে নিজের ফ্যাশন আইকন হিসেবে মনে করেন।

সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। 

পোষ্টে তিনি লিখেছেন, সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। মহাবিশ্ব দেখছে, আমি ছেড়ে দিলাম।

এই পোস্টটি মুহূর্তের মধ্যে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তার মন্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ভক্তরা। একজন নেটিজেন মন্তব্য করেছেন, 'ঠিক বলেছেন, নুসরাত ফারিয়া আপু, সময় সব সময় তার যোগ্য জবাব দেয়।' 

আরেকজন লিখেছেন, 'দারুণ কথা! একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায়।'

উল্লেখ্য, প্রথমদিকে নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয়েছিল রেডিও জকি হিসেবে।  এরপর তিনি মডেলিং এবং বিজ্ঞাপন মাধ্যমে শোবিজে প্রবেশ করেন।  ২০১৫ সালে তার প্রথম চলচ্চিত্র "আশিকী" মুক্তি পায়, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। 

ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়ে তাকে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #নুসরাত ফারিয়া #ঢালিউড