এখন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীরা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সরকার।
মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল অ্যান্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
এদিকে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পোষ্টে লেখেন-
মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এরমধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো।
গত মাসে আমি এবং লুৎফে সিদ্দিকী ভাই একটি প্রতিনিধিদল সহ মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে মিটিং করি। বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে এ বিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হলো অফিশিয়াল সোর্স থেকে।
১। ১০ জুলাই ২০২৫ তারিখ মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে স্বাক্ষরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান Single Entry Visa কে বর্ধিত করে Multiple Entry Visa সুবিধায় উন্নীত করে পত্রজারি করেছে
২। যেসব বাংলাদেশি কর্মীদের এটি জারির আগে Single Entry Visa (sev) এবং Temporary Employment Visit Pass (PLKS) ইস্যু করা হয়েছে, তাদের নতুন করে Multiple Entry Visa (MEV) আবেদন করতে হবে না। PLKS নবায়নের সময় MEV নিজে থেকেই ইস্যু করা হবে বলে জানিয়েছে।
৩। মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যে, যে সকল বাংলাদেশি কর্মীদের SEV ছিল এবং PLKS বৈধ আছে, তারা নতুন MEV ছাড়াই মালয়েশিয়া আসা-যাওয়া করতে পারবেন।
এমএ//