মাত্র দুই-তিন মিনিটের এক তাণ্ডবেই সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামের চেহারা একেবারে বদলে গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে হঠাৎ করে আকাশ কালো করে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি, গাছপালা ও ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, অবরুদ্ধ হয়ে পড়ে চলাচলের রাস্তা।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দুর্গত মানুষের পাশে প্রশাসন সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দুপুর দুইটার পর হঠাৎ পশ্চিম দিক থেকে ঝড় শুরু হয়। মাত্র দুই-তিন মিনিটেই পুরো চারটি গ্রাম লন্ডভন্ড হয়ে পড়ে। অনেক ঘরের চাল উড়ে যায়, গাছপালা ভেঙে পড়ে রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায়।
ইটালি গ্রামের শেফালি বেগম জানান, ঝড়ের সময় তিনি পরিবারসহ ঘরের ভেতর ছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। মুহূর্তেই চালা উড়ে যায়, দেয়াল ভেঙে পড়ে। কোনোমতে প্রাণে বাঁচলেও ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে বলে জানান তিনি। এখন বাধ্য হয়েই খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে, বিদ্যুতের খুঁটি পড়ে গেছে, কয়েকটি মুরগির খামারও ধ্বংস হয়েছে। ঝড় থেমে গেলে অনেকে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন, কেউ হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে আনেন।
রতনকান্দি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের হোসেন জানিয়েছেন, শুধু চরচিলগাছা গ্রামেই অন্তত ৫০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত খাদ্যসামগ্রী, টিনসহ অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
এমএ//