জাতীয়

প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ করার পরিকল্পনা নেই: সরকারের বিবৃতি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। হাইকোর্টের একটি বেঞ্চের একটি রুল প্রসঙ্গে মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।

এর আগে গতকাল সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল।

ওই রুলের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন। সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হাইকোর্টের একটি বেঞ্চে করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে—কেন ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না। আদালতের এই আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তি রাখার সুযোগ নেই। ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কোনো উদ্যোগ বা পরিকল্পনা সরকারের নেই।

বিবৃতিতে আরও বলা হয়, এই রিটটি ব্যক্তিগতভাবে এক আবেদনকারী দাখিল করেছেন বলে প্রতীয়মান হচ্ছে। তবে কেন এমন দাবি তোলা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #ড. ইউনূস #জাতীয় সংস্কারক #অন্তর্বর্তীকালীন সরকার