সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারি এক ভবনকে দলীয় কার্যালয়ে রূপান্তর করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে।
স্থানীয়রা বলছেন, সরকারি মালিকানাধীন তুলা উন্নয়ন বোর্ডের একটি একতলা ভবন বিগত তিন মাস ধরে জামায়াত নেতাকর্মীরা ব্যবহার করছেন। ভবনটিতে ইতোমধ্যে ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নামে একটি সাইনবোর্ডও টানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, তুলা উন্নয়ন বোর্ডের ওই ভবনের সামনে লাগানো সাইনবোর্ডে জামায়াতের নাম ও ওয়ার্ড নম্বর স্পষ্টভাবে লেখা। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় ভবনটি হঠাৎ করে দলীয় কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেখে তারা বিস্মিত। স্থানীয়দের ভাষ্য, জামায়াত নেতাকর্মীদের নিয়মিত সেখানে আনাগোনা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী জানান, "প্রায় ১৫ বছর ধরে ভবনটি পরিত্যক্ত ছিল। কিছুদিন আগে স্থানীয় ওয়ার্ডের নেতাকর্মীরা দুটি কক্ষ মেরামত করে সেখানে বসতে শুরু করেছেন। আশপাশের সরকারি অফিসগুলোর সঙ্গে কথা বলেই ভবনটি ব্যবহার করা হচ্ছে।"
তিনি আরও দাবি করেন, "এটিকে দখল বলা ঠিক হবে না। সরকারি কাজে ভবনটির প্রয়োজন হলে আমরা স্বেচ্ছায় ছেড়ে দেব। আপাতত এটি আমাদের নেতাকর্মীদের ব্যবহারের জন্য খালি পড়ে থাকা একটি স্থান মাত্র।"
তবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত। তিনি বলেন, "এমন ঘটনা আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
তুলা উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি সম্পদ দলীয় কার্যক্রমে ব্যবহারের বিষয়টি প্রশ্ন তুলেছে সচেতন মহলে। বিষয়টির দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আই/এ