১৯ ও ২০ জুলাই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘আনন্দমেলা’, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা হয়ে উঠতে চলেছে। প্রতিবছরের মতো এবারের আয়োজনে লিটল বাংলাদেশে গানে, নাচে এবং দেশীয় সংস্কৃতির উজ্জ্বলতা ছড়িয়ে পড়বে।
এই বছর মঞ্চ মাতাতে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, আর্নিক ও আবু নাঈম। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমি মৌ, নীল হুরে জাহান এবং চিত্রনায়ক জায়েদ খান। তাদের সঙ্গে থাকবেন নৃত্যশিল্পী আলিফ এবং গায়িকা ইচ্ছা। যাদের উপস্থিতি মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করবে।
প্রথমবারের মতো আনন্দমেলায় অংশগ্রহণকারী প্রীতম হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রে নিয়মিত কনসার্টে পারফর্ম করছি কিন্তু এবার এই ঐতিহ্যবাহী আনন্দমেলায় অংশ নিতে যাচ্ছি। প্রবাসীরা বহু বছর ধরে এই মেলা আয়োজন করে আসছেন এবং আমি সেই আনন্দে শরিক হতে চাই।
এবারের মেলার আয়োজক মুহাম্মদ আলী জানিয়েছেন, এটি একটি নন-প্রফিট আয়োজন এবং লস অ্যাঞ্জেলসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা পুরো বছর জুড়ে এই মেলার জন্য অপেক্ষা করেন। এটি তাদের জন্য একটি বড় মিলনমেলা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমাবেশ।
উল্লেখ্য, এর আগেও 'আনন্দমেলা' মাতিয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, পূর্ণিমা, অপু বিশ্বাস, তাহসান এবং এস আই টুটুলসহ অনেক জনপ্রিয় তারকা।
এসকে//