মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনটি বাস, জিপ, প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে এ ঘটনা ঘটে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইমাত পরিবহনের ধাক্কায় সামনে থাকা ইলিশ পরিবহনের একটি বাস উঠে পড়ে একটি অটোরিকশার ওপর। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
হাসাড়া হাইওয়ে পুলিশের (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএ//