আন্তর্জাতিক

সম্পত্তি কেনার সুযোগ পাবেন সৌদি প্রবাসীরা !

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

সৌদি আরব সরকার তাদের দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিক এবং কোম্পানিগুলোর জন্য একটি নতুন সুযোগ ঘোষণা করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সৌদি আরবের কয়েকটি নির্বাচিত অঞ্চলে বিদেশিরা তাদের নামে সম্পত্তি কেনার সুযোগ পাবেন।  

সম্প্রতিসৌদি মন্ত্রীসভা এই প্রস্তাবনা অনুমোদন করেছে যা দেশের অর্থনীতি আরও শক্তিশালী এবং বৈচিত্র্যময় করার লক্ষ্য নিয়ে তৈরি। প্রথম ধাপে রিয়াদ এবং জেদ্দা শহরের মতো গুরুত্বপূর্ণ শহরে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার সুযোগ দেয়া হবে। এছাড়া আরও কিছু অঞ্চলের নাম পরবর্তীতে প্রকাশ করা হবে।  তবে সৌদি আরবের ধর্মীয় কেন্দ্র মক্কা এবং মদিনা শহরে এই আইন কার্যকর হবে না। এসব শহরে সম্পত্তি কেনার জন্য বিদেশি নাগরিকদের বিশেষ অনুমতি নিতে হবে যা কঠোর শর্তের অধীনে থাকবে। 

এই আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। তার আগে সৌদি সরকার তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম 'ইস্তিতা' এর মাধ্যমে সম্পত্তি কেনার নিয়ম-কানুন এবং অনুমোদিত অঞ্চলের তালিকা প্রকাশ করবে। এই প্রক্রিয়া প্রায় ১৮০ দিন ধরে চলবে যাতে সব কিছু সুষ্ঠু ও পরিষ্কারভাবে সম্পন্ন হয়।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন আইন সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে এবং আবাসন ও বাণিজ্যিক খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। সৌদি সরকার এই পদক্ষেপটি তাদের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে নিয়েছে, যেখানে দেশটির অর্থনীতি আরও উন্নত করতে বিদেশি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। ইতোমধ্যেই দুবাই, দোহা, এবং আবু ধাবি বিদেশি বিনিয়োগে সাফল্য দেখিয়েছে। সৌদি আরব যদি একই পথে চলে তবে রিয়াদ এবং জেদ্দা হতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বিনিয়োগ কেন্দ্র। 

এই নতুন আইন এবং প্রক্রিয়ার বিষয়ে আপডেট পেতে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য ‘ইস্তিতা’ প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত নজর রাখা গুরুত্বপূর্ণ।  ২০২৫ সালের শেষ নাগাদ এই নতুন নীতিমালা এবং প্রতিটি অঞ্চলের নির্দেশনা পাবেন।

সূত্র: গালফ নিউজ, মিডল ইস্ট আই

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #সম্পত্তি #কেনার #সুযোগ #পাবেন #সৌদি #প্রবাসীরা # # #