স্বাস্থ্য

প্রথমবারের মতো চট্টগ্রামে দু’জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত

চট্টগ্রামে প্রথমবারের মতো দুইজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া চিকনগুনিয়ায় আক্রান্ত আরও ৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে গত কয়েকদিনের পরীক্ষার ফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়। বর্তমানে আক্রান্ত সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, নগরের বেসরকারি একটি ল্যাবে দুই জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু, চিকনগুনিয়া ও জিকা তিনটি একই ধরনের ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। তিনটিই এডিস মশার কামড়ে হয়।

জিকা ও চিকনগুনিয়া রোগে ৩২ জন আক্রান্ত হওয়ার বিষয়টি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে। সেখান থেকে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

প্রসঙ্গত, জিকা ভাইরাস সংক্রমণে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে ৩–১৪ দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র‍্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিঁটে গিঁটে ব্যথা, অবসাদ এবং মাথাব্যথা হতে পারে। এসব লক্ষণ সর্বোচ্চ ২-৭ দিন থাকতে পারে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #জিকা ভাইরাস #চিকনগুনিয়া