সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ছেলে।
মঙ্গলবার (০৮ জুলাই) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নূরজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত বড় ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে আব্দুল মান্নান খন্দকার তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার উদ্দেশ্যে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দ এড়াতে অটোরিকশাটি মাঝখানে দিয়ে পার হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নান খন্দকার ও তাঁর এক ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর ছেলে রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এসি//