বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য লাভজনক হবে এমন একটি শুল্ক চুক্তির জন্য ঢাকা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে আছেন। তিনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনরাত বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এই দলের অংশ।
তিনি বলেন, বাংলাদেশ গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। যেখানে ঘোষণা করা হয়েছে যে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে। বাংলাদেশের প্রতিনিধি দলটি আমেরিকান প্রতিনিধি দলের সাথে কয়েক দফা আলোচনা করেছে।
শফিকুল আলম জানান, আগামী ৯ জুলাই আরেকটি বৈঠকের কথা রয়েছে। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিউরউদ্দিন বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেবেন। ‘ঢাকা ওয়াশিংটন ডিসি'র সাথে একটি শুল্ক চুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে আমরা আশা করি’।
আই/এ