প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এমন ঐতিহাসিক অর্জনের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার রাতে এই ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
গেলো বছর গত বছর নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছিলো বাংলাদেশের মেয়েরা। সেই জয়ের পর মেয়েদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজও সে অর্থ মেয়েদের হাতে তুলে দিতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
এ বছর কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়নি বাফুফে। তবে সংস্থাটির সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের পাশে থাকার কথা বলেছেন।