গত জুন মাসে বাংলাদেশে মূল্যস্ফীতি হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। মে মাসে এ হার ছিলো ৯ দশমিক ০৫ শতাংশ। জুনে মূল্যস্ফীতি গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন ছিলো।
সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, খাদ্য এবং খাদ্য-বহির্ভূত উভয় পণ্যের দাম কমায় মূল্যস্ফীতি এতটা কমেছে। জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয় ৭ দশমিক ৩৯ শতাংশ। আগের মাসে তা ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। এর ফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন।
খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য কমে মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে জুনে হয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।
আই/এ