ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক নারী একসঙ্গে তিন ছেলে সন্তান প্রসব করেছেন। তার আরো তিন ছেলে সন্তান আছে। প্রসূতির নাম স্ত্রী হাছেনা বেগম (৩২)।
নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা দিনমজুর অলি মিয়ার স্ত্রী তিনি। রোববার (২৯ জুন) রাতে পাশের কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে।
তিন নবজাতকের বাবা অলি মিয়া জানিয়েছেন, একসঙ্গে তিন সন্তান হওয়ায় তিনি খুবই খুশি। তবে দুশ্চিন্তায় আছেন। দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারেন না। এখন নতুন করে তিন সন্তানের খরচ যোগাড় করার জটিলতা নিয়ে ভাবছেন।
এমএ//