ফুটবল

ফিফা ক্লাব বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালে রিয়াল, প্রতিপক্ষ ডর্টমুন্ড

জুভেন্টাসের বিপক্ষে ১–০ ব্যবধানের জয়ে শেষ আটে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের সফলতম দল রিয়াল মাদ্রিদ।  স্প্যানিশ ক্লাবটির জয়ের নায়ক ক্লাবের নতুন আবিষ্কার ‘নতুন রাউল’–খ্যাত গনসালো গার্সিয়া। ৫৪ মিনিটে ম্যাচের একমাত্র  গোলটি করেন তিনি। 

মঙ্গলবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচে ৫৮ শতাংশ বলের দখল রাখা রিয়াল ২১টি শট নিয়ে ১১টি রাখে লক্ষ্যে। বিপরীতে জুভেন্টাসের ৬ শটের লক্ষ্যে ছিল মাত্র ২টি। এ ম্যাচে জুভেন্টাসের হতশ্রী অবস্থার অনেকটাই আড়াল হয়ে যাচ্ছে গোলরক্ষক মিকেলে দি গ্রেগোরিওর অসাধারণ নৈপুণ্যের কারণে। ১০টি সেভ করেছেন।

কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি আজ সকালে শেষ ষোলোর অন্য ম্যাচে মেক্সিকান প্রতিপক্ষ মন্তেরইকে হারিয়েছে ২–১ গোলে। আগামী শনিবার রাত দুইটায় মুখোমুখি হবে রিয়াল ও ডর্টমুন্ড।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিয়াল