গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের জনগণ যে আশা-প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তা এক বছরেও পূরণ হয়নি।
সোমবার (৩০ জুন) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, জাতীয় ঐকমত্যের সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচনে হলে দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানলেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি। এসময় স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান ডাকসুর সাবেক ভিপি।
সংবাদ সম্মেলনে জুলাই মাস উপলক্ষে ১১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন গণঅধিকার পরিষদ সভাপতি।
এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো-
১ জুলাই : কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার- (২০১৮-২০২৪) শীর্ষক আলোচনা সভা। ১৬ জুলাই : জুলাই শহীদ দিবসে জেলায় পর্যায়ে গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা। ১ আগস্ট : শহীদ মিনারে ঐক্য ও সংহতি সমাবেশ। ৫ আগস্ট : গণঅভ্যুত্থান দিবস উদযাপন। ৮ আগস্ট : জুলাইয়ের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা।
আই/এ