অর্থনীতি

এক বছরে দেশে এসেছে রেকর্ড ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

২০২৪-২৫ অর্থ বছরে দেশে রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস তৈরি হয়েছে। অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত বছরের ১ জুলাই থেকে গতকাল ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা দেশীয় মুদ্রায় প্রায় প্রায় তিন লাখ ৭০ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, এতদিন এটাই ছিল এক বছরে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে ২৮ জুন ২০২৫ পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০,০৪৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩-২৮ জুন ২০২৪) এই অঙ্ক ছিল ২৩,৭৪৫ মিলিয়ন ডলার। ফলে বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৬.৫ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ প্রধান শ্রমবাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের নিয়োগ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগপৎ পদক্ষেপ এবং রেমিট্যান্স প্রেরণে ডিজিটাল চ্যানেলের ব্যবহার বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রেমিট্যান্স