কক্সবাজারের রামুতে নারীকে ধর্ষণের চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনায় আবদুল মান্নান (২৬) নামে এক চিহ্নিত ডাকাতকে গণপিটুনিতে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত আবদুল মান্নান ওই এলাকার কুখ্যাত ডাকাত মাছন আলীর ছেলে।
রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়ব উল্লাহ বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে মান্নান ওই নারীকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে মন্নানকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মান্নানের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
এলাকাবাসীরা জানান, মাছন বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এর আগেও ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে গেলো শুক্রবার মহাসড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা।
আই/এ