সিরাজগঞ্জ মোটর মালিক-শ্রমিকদের স্বেচ্ছাচারিতা ও পাবনা বাস মালিক শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে ঢাকা রুটে ডাকা অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাবনার জেলা প্রশাসক ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল রাত ১০টার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মোটর মালিক গ্রুপ, বাস মিনিবাস মালিক সমিতিসহ তিনটি সংগঠনকে ডাকা হয়। আজ সকাল থেকে পাবনা-ঢাকা রুটে গাড়ি চলাচল শুরু হয়েছে। সব সমস্যার সমাধান হবে বলে তিনি প্রত্যাশা করেন।
পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, মোটর মালিকরা বাস বন্ধ করে নিজেরা সমাধানের চেষ্টা করেছেন। না পেরে রাজনৈতিক নেতাদের দিয়ে সমাধানের চেষ্টা করেছেন। এরপর তিনি বিষয়টি জানতে পেরে ওনাদের সঙ্গে মিটিং করে ধর্মঘট প্রত্যাহার করিয়েছেন। সিরাজগঞ্জের ডিসির সঙ্গে কথা বলেছেন, যদি তারা গাড়ি আটকায় তাহলে তিনি সেনাবাহিনী দিয়ে গাড়ি পারাপারের ব্যবস্থা করবেন বলেও জানান।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ধর্মঘট থাকায় পাবনা থেকে ঢাকাগামী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বাস না পাওয়ায় অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ভিন্ন ভিন্ন গাড়িতে ঢাকায় ফিরেছেন।
আই/এ