জাতীয়

বৈষম্য-অনিয়ম দূর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল উদ্দেশ্য

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে। সেইজন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে ঢাকা জেলার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটি আয়োজিত ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসবর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,  বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এ দেশে বিভিন্ন ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ, ধনী-গরীব মানুষের অংশগ্রহণএ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন।

তিনি বলেন, রথের মেলায় এসে আবাল-বৃদ্ধ-বনিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করেন। এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করা। কারুপণ্যের বিখ্যাত পৌর শহর ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে মাসব্যাপী যে শিল্পমেলার আয়োজন চলেতা এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটিকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যাবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্র উপদেষ্টা