ব্রিজটাউনে প্রথম দিন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডন সিলস। ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে কামিন্স যখন ফিরছেন, তখন তাকে ড্রেসিংরুমের পথ দেখান সিলস। এই আচরণের কারণে শাস্তি পেতে হচ্ছে উইন্ডিজ পেসারকে।
আইসিসির বিবৃতি বলছে, সিলসকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৫৫তম ওভারের ঘটনা। সিলসের ডেলিভারিতে মিড অফে ক্যাচ দেন কামিন্স। ১৮ বলে ২৮ রান করা কামিন্সকে হাতের ইশারায় ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন এই পেসার।
আইসিসি আচরণবিধি অনুযায়ী, ২.৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ‘আন্তর্জাতিক ম্যাচে অপমানজনক ভাষা, আচরণ ও ইঙ্গিত করা, যেটা ব্যাটসম্যান আউট হওয়ার পর তাঁকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উত্তেজিত করে তুলতে পারে।’
মূলত এই আচরণবিধি লঙ্ঘন করেছেন সিলস। যদিও তিনি পরে জানিয়েছেন এমন ইঙ্গিতের মাধ্যমে তেমন কিছু বোঝাননি, ‘কোনো কিছুই বোঝাইনি। অনেকটাই হতাশা থেকে (করেছি)। প্যাট আমার বলে বেশ কিছু ভালো শট খেলেছে এবং আমি শুধু তাকে দেখিয়েছি ড্রেসিং রুমটা কোথায়, কোনো কিছু বোঝাতে ওটা করিনি।’
গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বার আচরণবিধি ভাঙার দায়ে অভিযুক্ত হলেন সিলস। তার নামের পাশে এখন ২ টি ডিমেরিট পয়েন্ট।
এমএইচ//