সুনামগঞ্জ শহর থেকে নিখোঁজ যুবক সামাদুল হক ছোটনের (২৫) সন্ধানে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে 'সুনামগঞ্জবাসী' ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নিখোঁজ যুবকের পরিবারসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।
তারা জানান, গত ২৩ জুন (রোজ সোমবার) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার বুবির পয়েন্ট এলাকার বাসা থেকে সামাদুল হক ছোটনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে যায়।
সামাদুল তার মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় তার বড় ভাই নাজমুল হক কিরণ বাসায় না থাকায় তাকে না পেয়ে ছোটনকেই তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি পরিবারের। ওই রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্বজনরা জানান, নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত সামাদুল হক ছোটনের সন্ধান দাবি করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
মানববন্ধন শেষে নিখোঁজের স্বজনরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা শুধু আমাদের ভাইকে ফেরত চাই, দয়া করে তাকে খুঁজে বের করুন’।
আই/এ