দেশজুড়ে

বঙ্গোপসাগরে লঘুচাপ,পটুয়াখালীর উপকূলে বৈরি আবহাওয়া

পটুয়াখালী প্রতিনিধি

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর পায়রা কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস জারী করে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে  উপকূলীয় এলাকার আকাশ বর্তমানে ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এতে দুর্ভোগে রয়েছে শ্রমজীবি মানুষ । এদিকে বাতাসের গতি কিছুটা বেড়েছে।

পূর্বাভাসে সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পটুয়াখালী