খেলাধুলা

কলম্বো টেস্ট

লিটনের বিদায়ে আবারও ভাঙন, লড়ছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে অবস্থান করছে বাংলাদেশ। এখন চলছে চা বিরতি। বিরতির ঠিক আগেই লিটন দাসের উইকেট পতন ঘটে। প্রথম দিনে আর মাত্র একটি সেশন বাকি।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট। নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম পরপর বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। চার উইকেট হারানো বাংলাদেশ তখন মুশফিকুর রহিম ও লিটনের কাঁধে ভর দিয়ে চলছিল।

এরমধ্যে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পর দলীয় শতক ছাড়িয়ে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম এখনো অপরাজিত আছেন ৩৪ রান নিয়ে। চা বিরতির ঠিক আগের ওভারে অভিষিক্ত সোনাল দিনুশার স্পিনে কট বিহাইন্ড হন লিটন। তাকে বিদায় নিতেঁ হয়েছে ৩৪ রানে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #শ্রীলঙ্কা #লিটন দাস