বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী।
পিয়া তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই খবর শেয়ার করে জানান, বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি নিজ শহর খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জানা গেছে,গেল রবিবারে (২২ জুন) মাহমুদ হাসান চৌধুরী গলব্লাডারে একটি অপারেশন করিয়েছিলেন। কিন্তু এরপর সোমবার সন্ধ্যায়ই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
উল্লেখ্য, পিয়া জান্নাতুল মডেলিং ক্যারিয়ারের পাশাপাশি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর ২০০৮ সালে র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। একাধিক ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পরে ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সে শুধু মডেল কিংবা অভিনেত্রীই নন,আইন পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
এসকে//