দুর্ঘটনা

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৫

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী  নাবিল পরিবহনের বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ঠাকুরগাঁওয়ের হাসেম আলীরর মেয়ে তামান্না আক্তার (২৪), নওগাঁর রাজীব ভুঁইয়া (৩০) ও বাস চালকের সহকারী আমিনুল ইসলাম (৩৫)।

শনিবার (১৪ জুন) ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাস্থলে আম বোঝাইসহ কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বাকী আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর