দেশজুড়ে

একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধু

সাভার প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মৌসুমী বেগম (২০) নামে এক গৃহবধূ। মৌসুমী বেগম ধামরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাকুড়িয়া পাড়ায় বসবাসরত ভ্যানচালক রবিউল ইসলামের (২২) স্ত্রী। রবিউলের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানায়।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২ এর দিকে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এমন খবরে হাসপাতালজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবমুখর পরিবেশ। স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন নবজাতকদের একনজর দেখতে। ইতিমধ্যে তিন কন্যার নাম রাখার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার। এই দম্পতির ঘর আলো করে একসঙ্গে তিনটি কন্যা সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

খুশিতে আত্মহারা নবজাতকদের বাবা রবিউল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমতে একসঙ্গে তিন কন্যা সন্তানের বাবা হতে পেরেছি। আমি ও আমার স্ত্রী অত্যন্ত আনন্দিত এবং সবার দোয়া কামনা করি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী বলেন, স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া সম্ভব হওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমাদের মেডিকেল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রসবটি সম্পন্ন করেছে। এর মধ্যে দুইটি শিশুর ওজন এক কেজির কম থাকায় আমরা তাদের এনআইসিইউ এর জন্য রেফার্ড করেছি। তবে তিন নবজাতক ও মা সুস্থ্য আছেন বলেও জানান এই চিকিৎসক

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ধামরাই #তিন কন্যা