দেশজুড়ে

ডিএসসিসির সেবা কার্যক্রম বন্ধ, স্লোগানে উত্তাল নগরভবন

ঢাকা দক্ষিণ করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে নগর ভবনের কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় আজও বৃষ্টি উপেক্ষা করে নগরভবনে জড়ো হয়েছে ইশরাকের সমর্থকরা। 

বৃহস্পতিবার (২৯ মে) গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয়ে সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এসময় মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসি সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রাখে তারা। ফলে আজও বন্ধ রয়েছে সকল সেবা কার্যক্রম।

এসময় তারা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই,’ ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ এমন স্লোগান দেয়।

তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। নির্বাচনে ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন শেখ ফজলে নূর তাপস।

ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএসসিসি #ঢাকা দক্ষিণ করপোরেশন #ইশরাক