রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যোগ দিচ্ছেন কার্লো আনচেলত্তি। এতদিন পর্যন্ত রিয়াল থেকে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। শুক্রবার (২৩ মে) অবশেষে এক বিবৃতিতে আনচেলত্তির বিদায়ের কথা জানিয়েছে ক্লাবটি। শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়েই এই পর্তুগিজ কোচের রিয়াল মাদ্রিদ-যাত্রা শেষ হচ্ছে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের চুক্তির ইতি টেনেছে। ক্লাবের পক্ষ থেকে আমরা বিশ্ব ফুটবলের এক মহান কিংবদন্তিকে জানাই গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ১২৩ বছরের গৌরবময় ইতিহাসে অন্যতম সোনালী অধ্যায়ের নেতৃত্ব দিয়েছেন এবং সবচেয়ে বেশি শিরোপা জয়ের মাধ্যমে ক্লাব ইতিহাসে নিজেকে অমর করে রেখেছেন।‘

রিয়ালের হয়ে আনচেলত্তি প্রথম দায়িত্ব পালন করেন ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত। দ্বিতীয় মেয়াদে ২০২১ সালে আবারও ক্লাবটির দায়িত্ব নেন তিনি। দুই মেয়াদ মিলিয়ে ১৫ টি ট্রফি জিতেছেন এই পর্তুগিজ কোচ।
যেখানে তিনটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছেন আনচেলত্তি।
এমএইচ//