সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে দুবাইতে নিরপেক্ষ ভেন্যু করা হয়। যেখানে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটিও দুবাইতে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কোনো বোর্ড অফিশিয়ালকে দেখা যায়নি।
আয়োজক হয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাউকে মঞ্চে না দেখায় সমালোচনা করা হচ্ছে আইসিসির। অবশ্য এ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে টুর্নামেন্ট আয়োজক সংশ্লিষ্টরা।
জানা যায়, পিসিবি সভাপতি মহসিন নাকভি দুবাইতে যাননি। পিসিবি থেকে দুইজন কর্মকর্তা ফাইনালের মাঠে উপস্থিত ছিলেন।
এ বিষয়টি নিয়ে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ড্রেসিং রুম শো’তে বলেন, ‘আমি যা শুনেছি, চেয়ারম্যানের শরীর ভালো ছিল না। তবে পিসিবি থেকে ফাইনালের মাঠে উপস্থিত ছিলেন সুমাইর আহমাদ ও উসমান ওয়াহলা। তারা দুজন মাঠে উপস্থিত ছিলেন, কিন্তু স্টেজে ছিলেন না।‘
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এর রিপোর্ট বলছে, প্রোটোকলের কারণে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর ফাইনালের পোডিয়ামে বোর্ডের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
প্রোটোকল অনুযায়ী, শুধুমাত্র নির্বাচিত সদস্য ও বোর্ড পরিচালকরা পোডিয়ামে থাকতে পারবেন।
ক্রিকবাজ বলছে, চ্যাম্পিয়নস ট্রফির দুবাই লেগের টুর্নামেন্ট পরিচালক আন্দ্রে রাসেল পোডিয়ামে আমন্ত্রিত ছিলেন না। কারণ এটি নির্বাচিত সদস্যদের জন্য ছিল।
এমএইচ//