রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানে এক প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আফরিন মুস্তাফা'র নেতৃত্বে ডিএমপির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় একটি প্রতিষ্ঠানে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করে মুড়ি বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচাবাজারে বিভিন্ন ফল-মূল ও মাছের উপর ফরমালিন পরীক্ষা করা হয়। এসময় কোন ফরমালিন এর উপস্থিতি পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এএম/