Bayanno Tv
সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮
×

বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন চিকিৎসকরা

  বায়ান্ন অনলাইন ডেস্ক ১২ এপ্রিল ২০২১, ১৫:৩২

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকরা বিকেলে দেখা করবেন।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে চারটায় গুলশানের ফিরোজায় গিয়ে দেখা করবেন তারা। 

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত তার (খালেদার) শরীরে করোনার কোনো উপসর্গ নেই। করোনা আক্রান্ত তার অন্য স্টাফদের অবস্থাও ভালো। তারা স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। 

জানা গেছে, গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলার একটি রুমে আছেন খালেদা জিয়া। রাতে লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যরা অনলাইনে ভিডিওকলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

এস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড

৪৩৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।