প্রযুক্তি ডেস্ক ১৮ নভেম্বর ২০২০, ১৭:৪৭
গুগলের জনপ্রিয় সেবা গুগল ফটোজে আগামী বছরের পহেলা জুন থেকে আর বিনামূল্যে যত ইচ্ছা ততো (আনলিমিটেড) ছবি রাখা যাবে না। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল।
এই সিদ্ধান্তের ফলে ১৫ গিগাবাইটের বেশি ছবি রাখতে হলে গুগলকে টাকা দিতে হবে। তাই যারা অনলাইনে ছবি রাখতে টাকা দিতে আগ্রহী নন, তাদের জন্য প্রয়োজন বিকল্প পথ খোঁজা।
এ ক্ষেত্রেও সমাধান রয়েছে সেই গুগলের কাছেই। আপনাকে দ্বারস্থ হতে হবে ‘গুগল টেকআউটের’।
গুগল টেকআউট হলো এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি নিজের গুগল অ্যাকাউন্টের বিভিন্ন সার্ভিসে জমা রাখা ডেটাগুলো একত্রে সিলেক্ট করে আর্কাইভ করতে পারবেন। এর সাহায্যে আপনি গুগল ড্রাইভে রাখা ফাইল, কন্ট্যাক্ট, ইউটিউব ভিডিও এবং গুগল ফটোজে থাকা গুরুত্বপূর্ণ ছবিগুলোকে ডাউনলোডও করতে পারবেন।
যেভাবে ব্যবহার করবেন গুগল টেকআউট
শেষ হয়ে গেলে গুগল আপনার সমস্ত ডেটা একটি ই-মেইলের মাধ্যমে আপনার কাছে পাঠাবে।
এরপর আপনি সেই ডেটাগুলোকে আপনার ল্যাপটপ বা স্মার্টফোনে ডাউনলোড করে রাখতে পারেন। চাইলে পরে গুগল ছাড়া বিনামূল্যে সেবা দেয় এমন কোনো ক্লাউড স্টোরেও জমা রাখতে পারেন। অথবা রাখতে পারেন পেনড্রাইভ বা হার্ডডিস্কেও।
এস