প্রধানমন্ত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতির ধন্যবাদ

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পেশ করায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ( সিএমসিসিআই) এর প্রেসিডেন্ট খলিলুর রহমান। তিনি দেশের শীর্ষ পর্যায়ের কোম্পানি কেডিএস গ্রুপের চেয়ারম্যান।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এবারের বাজেট বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এবং বাজেটটি পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদীয় রাজনীতির ইতিহাসেও এ ঘটনা নজিরবিহীন ও ইতিবাচক।
তিনি বলেন, স্বাধীনতার পর দেশের প্রথম বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। ২০১৯ এ তা দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকায়। এটি দেশ এগিয়ে যাওয়ার প্রমাণ।
বাজেটটি ব্যবসা ও শিল্পবান্ধব হওয়ায় উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে সহায়ক হবে বলে মনে করেন খলিলুর রহমান। বিশেষ করে কিছু ক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল ডিজিটে সুদ শিল্পোৎপাদনে গতিশীলতা এনে দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
তবে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে কিছু সুপারিশ তুলে ধরেন সিএমসিসিআই সভাপতি। যেমন, বাজেট বাস্তবায়নের লক্ষ্যে রাজস্ব আহরণ বৃদ্ধি, রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি এবং প্রয়োজনীয় বৈদেশিক সহায়তার ব্যবস্থা, ব্যাংক ঋণ কমিয়ে আনা, ভ্যাট আইনের যে ৫টি স্তর আনা হযেছে তার হার আরও কমিয়ে বেশি লোক থেকে ভ্যাট আহরণের ব্যবস্থা করা, সর্বস্তরে ভ্যাট চালানের বাধ্যবাধকতাসহ সব প্রথম শ্রেণির ব্যবসাস্থলে ভ্যাট আহরণ মেশিন (ইসিআর/ইএফডি) চালুর ব্যবস্থা করা, কাস্টম হাউসের অটোমেশনের জন্য বিশেষ বরাদ্দ ইত্যাদি।
খলিলুর রহমান বলেন, ভেজাল ও রাসায়নিক মিশ্রিত খাদ্য প্রতিরোধ করে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য বিশেষ পৃথক বিভাগ সৃষ্টি করে সারা দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। একটি ভাল বাজেট প্রণয়নের জন্য তিনি সিএমসিসিআই এর পক্ষ থেকে অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানান।
বাবু/জা
ফোন : +৮৮ ০১৮৭৮ ১৮৪১৮৫
contact.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - বায়ান্ন | এই ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি | ইহা একটি পরীক্ষামূলক ওয়েবসাইট
- প্রচ্ছদ
- ভিডিও
- ছবি
-
বাংলাদেশ
-
আন্তর্জাতিক
-
খেলাধুলা
-
রাজনীতি
-
দেশজুড়ে
-
বিনোদন
-
অর্থনীতি
-
শিক্ষা
-
লাইফ স্টাইল
-
বিজ্ঞান ও প্রযুক্তি
-
সব
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯
ইমেইল : news.bayannotv@gmail.com
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল টেলিভিশন লিমিটেড
>